Jumadal Ula 1433 || April 2012

আমীনুল হক - পাবনা

Question

আমার কাছে আলহিযবুল আযম, মোল্লা আলী কারীর একটি নুসখা আছে, কিন্তু এর কোনো দুয়ায় হাওয়ালা নেই। এই দুআগুলোর হাওয়ালা কোথায় পাব? এই কিতাবের সব দুআর সনদ কি সহীহ?

 

Answer

মোল্লা আলী কারী রাহ. নিজের মাসাদির ও মারাজি সম্পর্কে বলেছেন। যেমন,আলহিসনুল হাসীন ইবনুল জাযারী; আলআযকার নববী এবং আলকালিমুত তাইয়িবজালালুদ্দীন সুয়ূতী ইত্যাদি।

এই কিতাবগুলোতে প্রায় সকল দুআর হাওয়ালা পেয়ে যাবেন। ওখানে হাদীসের যে কিতাবগুলোর হাওয়ালা দেওয়া আছে তা খুলে দেখলে ঐ হাদীসগুলোও সনদসহ পেয়ে যাবেন যাতে এই দুআগুলো বর্ণিত হয়েছে। এ হাদীসগুলোর অধিকাংশই সহীহ বা হাসান।

উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আবদুর রশীদ নুমানী রাহ. ফাতহুল আআযযিল আকরাম নামে আলহিযবুল আযমের তাখরীজ লিখেছেন, যা জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরী টাউন-এর মজলিসুদ দাওয়াহ ওয়াত তাহকীক থেকে প্রকাশিত হয়েছে।

Read more advices provided in this issue