Jumadal Ula 1433 || April 2012

নূর মুহাম্মাদ - শাহরাস্তি, চাদপুর

Question

মুখতাসারুল কারখী এবং মুখতাসারুত তহাবীর নাম শুনেছি। এই কিতাব দুটি কোথায় পেতে পারি। এগুলোর ভালো কোনো শরহ থাকলে জানানোর আবেদন করছি। কোনো কোনো কিতাবে যে শরহুত তহাবীর হাওয়ালা আসে এটি কোন কিতাব?


Answer

যদ্দুর জানি, মুখতাসারুল কারখী এখনো পান্ডুলিপি আকারে আছে। এর উপর ইমাম কুদূরী রাহ.-এর দলিলপ্রমাণের আলোচনা বিশিষ্ট ভালো শরহ আছে, যার পান্ডুলিপি বা পান্ডুলিপির ফটোকপি লাজনাতু ইহইয়াইল মাআরিফিন নুমানিয়া, হায়দরাবাদ দকন-এ সংরক্ষিত আছে।

মুখতাসারুত তহাবী তো অনেক দিন আগে মাওলানা আবুল ওয়াফা আফগানী রাহ.-এর তাহকীক-সম্পাদনায় মিসর থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছে। এর ফটোমুদ্রণ এখন পাওয়া যায়। ঢাকায়ও কখনো কখনো পাওয়া যায়।

এর শানদার শরহ, যা আবু বকর আলজাসসাস রাহ. (৩৭০ হি.) কৃত, বৈরুত থেকে আট জিলদে প্রকাশিত হয়েছে। নাম-শরহু মুখতাসারিত তহাবী, তাহকীক-সাইদ বকদাওয়াশ ও তাঁর সঙ্গীবৃন্দ। 

Read more advices provided in this issue