হাবীবুর রহমান - সাতক্ষীরা
Question
আপনি আলকাউসারের শিক্ষার্থীদের পাতায় একবার ‘আদাব’ সম্পর্কে লিখতে শুরু করেছিলেন। এটা জারি থাকা দরকার। আমি হাদীস ও আছারের আলোকে ‘আদাবে ইসলামিয়াহ’ বিষয়ে মুতালাআ করতে চাই। কিছু কিতাবের নাম লিখে দিন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।
Answer
‘আলআদাবুল মুফরাদ’ ইমাম বুখারী, ‘মুসান্নাফ ইবনে আবী শাইবা’র সংশ্লিষ্ট অধ্যায়গুলো, ‘আলআদাবুশ শারইয়্যাহ’, ইবনে মুফলিহ, ‘আলমুহাযযাব মিন ইহইয়াই উলূমিদ্দীন’, ছালিহ আহমদ শামী ও ‘হায়াতুস সাহাবা’ ইত্যাদি কিতাবের যে কোনোটি মুতালাআ করতে পারেন।