Jumadal Ula 1433 || April 2012

মুহাম্মাদ যাইনুল আবেদীন - সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

Question

হযরতের সুস্থতা কামনা করছি। এরপর আরয এই যে-

(ক) আল্লামা তীবী রাহ. কি ছাহেবে মিশকাত-এর উস্তাদ ছিলেন?


(খ) শরহুস সুন্নাহ কিতাবটি সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।


Answer

(ক) আল্লামা তীবী রাহ. ছাহেবে মিশকাতের উস্তাদ ছিলেন।

البضاعة المزجاة لمن يطالع المرقاة، الكاشف عن حقائق السنن.

এর শুরুতে যে ভূমিকা আছে তাতে তাদের দুজনের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।

(খ) শরহুস সুন্নাহ হচ্ছে মাসাবীহুস সুন্নাহ-এর সংকলক মুহিউস সুন্নাহ আলবগভী রাহ.-এর কিতাব। কিতাবটি মুদ্রিত ও সহজলভ্য। ঢাকাতেই এ কিতাবের অনেক নুসখা আপনি পাবেন। আপনি নিজেই তা মুতালাআ করুন এবং মুহাক্কিকের ভূমিকার সহায়তা নিন।

 

Read more advices provided in this issue