Jumadal Ula 1433 || April 2012

মুহাম্মাদ যোবায়ের আহমদ - জামিয়া হুসাইনিয়া আরাবিয়া, নারায়ণগঞ্জ

Question

আমি মিশকাত জামাতের ছাত্র। আলকাউসারের নিয়মিত পাঠক। আলকাউসারে দেওয়া হযরতের পরামর্শে অনেক উপকৃত হই। দুআ করি, তালেবানে ইলমের জন্য আল্লাহ তাআলা হযরতকে সার্বক্ষণিক সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। হযরতের নিকট নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ এবং এ মনীষীদের পূর্ণ পরিচয় মাযহাবসহ জানতে চাই।

شمني، التوربشتي، الطيبي، الخطابي، البغوي.

 


Answer

উপরোক্ত নামগুলোর যব্ত নিম্নরূপ :

১. الشُّمُنِّيُّ (তাকী উদ্দীন আশশুমুন্নী।) তিনি হানাফী ছিলেন।

২.   التُّوْرْبِشْتِيُّ তিনিও হানাফী।

৩. الخَطَّابِيُّ

৪. البَغَوِيُّ

৫. الطِّبِيُّ.

শেষোক্ত তিনজন শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন।

এ সকল মনীষীর সংক্ষিপ্ত পরিচিতি উদ্ধৃতিসহ লিখে আপনি আলকাউসারের পাঠকবৃন্দকে উপকৃত করুন। কার জীবনী কীভাবে খুঁজতে হয় তা জানার জন্য আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ দেখতে পারেন।

Read more advices provided in this issue