মুহাম্মাদ হাবীবুর রহমান - খুলনা
Question
হিসনে হাসীনের লেখকের নামের উচ্চারণ কী?। তার নামের জীম হরফে কাসরা হবে নাকি ফাতহা? সাধারণত লোকজন ‘ইবনুল জিয্রী’ উচ্চারণ করে। জানা নেই কোনটা সঠিক? আর ‘আলআযকার’-এর লেখক জানার আগ্রহ থাকলেও এ বিষয়ে কোনো দিক-নির্দেশনা পাইনি। আশা করি, এ বিষয়ে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
Answer
শব্দটি ইবনুল জাযারী অর্থাৎ জীমে ফাতহা হবে। আর আলআযকার-এর মুসান্নিফের নিসবত দুটোই ঠিক এবং প্রচলিত। ইবনুল জাযারী-এর নিসবত ‘জাযিরাতু ইবনে ওমর’-এর দিকে। দিমাশকের একটি গ্রামের নাম ‘নাওয়া’। এর দিকে ইমাম নববীকে নিসবত করা হয়েছে। দু’জনই প্রসিদ্ধ ইমাম। বহু কিতাবে তাঁদের জীবনী উল্লেখিত হয়েছে। ইমাম নববীর জীবনী ‘তবাকাতুশ শাফেইয়্যাতিল কুবরা’তে রয়েছে। ইবনুল জাযারী রাহ. সম্পর্কে আলোচনা করা হয়েছে ইবনে ফাহদ মক্কীর ‘যাইলু তাযকিরাতিল হুফফায’ গ্রন্থে। আল্লামা সাখাভীর ‘আয-যাওউল লামি’ তেও তাঁর তরজমা দেখা যেতে পারে। নিসবতের তাহকীকের জন্য দেখুন আল্লামা ইবনুল আছীরের ‘আললূবাব’ বা আল্লামা সুয়ূতীর ‘লুব্বুল লুবাব’।