নাম প্রকাশে অনিচ্ছুক - কামরাঙ্গীরচর, ঢাকা
Question
...।
Answer
আপনি নাম প্রকাশে ইচ্ছুক নয় তাই আপনার প্রশ্নটিও প্রকাশ করছি না।
প্রিয় ভাই! আপত্তির প্রবণতা ভালো নয়। কিছু বোঝার থাকলে আদবের সাথেও জিজ্ঞাসা করা যায়। আর যোগ্যতা থাকলে আদবের সাথে নকদও করা যায়, কিন্তু আপত্তি ও দোষ ধরার প্রবণতা কোনো অবস্থাতেই কাম্য নয়।
আমাকে মাফ করবেন, আমার মনে হচ্ছে, আপনার মধ্যে এই প্রবণতাটা আছে। এটা দূর করতে হবে। আল্লাহ আপনাকে তাওফীক দিন এবং কবুল করুন। আপত্তির স্বভাব দূর করে আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি ও বিনয় দ্বারা গুণান্বিত করুন।
আপনি চেষ্টা করুন যেন উস্তাদের সাথে উনস ও ভাব পয়দা হয়। তাদের উপর আপনার কী হক্ব আছে সে চিন্তার পরিবর্তে আপনি তাঁদের কী হক্ব আদায় করছেন সে মুহাসাবা করুন।
আপনি চিঠিতে যে আপত্তিটি করেছেন এ ধরনের চিন্তাও তো উস্তাদদের হক্ব তালাফির শামিল। তাঁদের মুহাসাবা তাঁরাই করবেন। আর আপনি যে বিষয়টির উপর আপত্তি করেছেন তা আমাদের সময়েও-অথচ আমি তো এ যুগেরই মানুষ-উস্তাদদের ইহসান মনে করা হত। আপনি এটাকে তাঁদের শফকতও মনে করতে পারতেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের দোষ আর অন্যের গুণ, বিশেষত বড়দের গুণ দেখার তাওফীক দান করুন। আমীন।
আপনার উপর যখন তাদরীসী যিম্মাদারী আসবে তখন যেন আল্লাহ আপনার সাহায্য করেন এবং নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার তাওফীক দান করেন। আল্লাহ করুন, ঐ সময় যেন এই চিঠির কথা আপনার মনে পড়ে। আমীন ইয়া রাববাল আলামীন।