মুহাম্মাদ আনওয়ার - সরকারী মাদরাসা-ই আলিয়া ঢাকা
Question
একজন মাদরাসার ছাত্র হিসেবে মাতৃভাষায় আমার কতটুকু দক্ষতা অর্জন করা জরুরি? তথাকথিত কলমবাজদের কলমবাজী দেখে কলম যুদ্ধে লিপ্ত হতে আমার বড়ই ইচ্ছে হয়। তাই বাংলা ভাষা চর্চার গুরুত্ব কতখানি এ ব্যাপারে হুজুরের সুপরামর্শ কামনা করছি।
Answer
আল্লাহ তাআলা আপনার নেক জযবাকে কবুল করুন। দ্বীন প্রচারের জন্য মাতৃভাষায় পারদর্শিতা খুবই জরুরি। আমার মশোয়ারা এই যে, আপনি মাওলানা আবু তাহের মিসবাহর সাহিত্য-সংকলনগুলোকে দিশারী হিসেবে গ্রহণ করে মেহনত করতে থাকুন। পুষ্পসমগ্রের উভয় খন্ড সংগ্রহ করুন এবং ‘এসো কলম মেরামত করি’র অধ্যয়ন ও অনুশীলন অব্যাহত রাখুন। তাঁর রূহানী ও আদবী সফরনামা-‘বাইতুল্লাহর মুসাফির’ সম্ভবত পাঠ করেছেন। তবে প্রয়োজন হল বারবার অধ্যয়ন, ধীরে ধীরে অধ্যয়ন এবং গ্রহণের জন্য অধ্যয়ন।