Rabiul Auwal 1433 || February 2012

মুহাম্মাদ আলমগীর মাহমুদ - মনোহরদী, নরসিংদী

Question

আমি গত বছর শরহে বেকায়া পড়েছি। এ বছর জালালাইন জামাতে ভর্তি হয়েছি। হুজুরের নিকট সবিনয় নিবেদন এই যে, উল্লেখিত জামাতের সংশ্লিষ্ট (জালালাইন, হেদায়া ইত্যাদি) কিতাবে কাঙ্খিত যোগ্যতা লাভের জন্য আমাকে কোন কোন পদ্ধতিতে কী ধরনের মেহনত করা উচিত? এবং বর্তমান সময়ের চাহিদা অনুপাতে জালালাইন জামাতের একজন ছাত্র হিসেবে আমার আর কী করা দরকার? দয়া করে এ বিষয়ে আমার রাহবরী করবেন। জাযাকাল্লাহু খায়রান।


Answer

জালালাইন ও হিদায়া সম্পর্কে আলকাউসারের এই বিভাগে কয়েকবার লেখা হয়েছে। অনুগ্রহ করে তা পাঠ করুন। আলহামদুলিল্লাহ বিগত সংখ্যাগুলোর প্রবন্ধ ও শিক্ষা পরামর্শগুলো তালিবানে ইলম : পথ ও পাথেয় নামে গ্রন্থাকারে মাকতাবাতুল আশরাফ বাংলাবাজার ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। ঐ সংকলনেও বিষয়টি দেখতে পারেন।

আপনি তাফসীরে তাওযীহুল কুরআন অবশ্যই মুতালাআ করুন। তাহযীবু তাফসীরিল জালালাইন পাওয়া গেলে তাও সাথে রাখুন। হিদায়ার সাথে ইলাউস সুনান ওবিদায়াতুল মুজতাহিদের মুতালাআ জারি রাখুন যদি সময় থাকে এবং আপনার মুরববীর ভিন্ন কোনো সিদ্ধান্ত না থাকে। 

Read more advices provided in this issue