নাম প্রকাশে অনিচ্ছুক -
Question
আমি ফতোয়া, তাফসীর ও তারীখের কিছু কিতাব কিনতে ইচ্ছুক। তাই কোন কিতাবগুলো কিনলে ভালো হবে এবং বুঝতে সহজ হবে জানালে উপকৃত হব।
Answer
এই প্রশ্নের সাথে আপনার নাম, ঠিকানা, কোন জামাতে পড়ছেন এবং আপনার ইসতিদাদ কেমন ইত্যাদি সবকিছু জানানো প্রয়োজন ছিল। তাহলে সে হিসেবে আপনার উপযোগী কিতাব নির্বাচন করা যেত। এখন সংক্ষেপে তিনটি কথাই বলতে পারি :
১. আপনার তালীমী মুরববীর সাথে পরামর্শ করুন।
২. কোনো ইলমী কুতুবখানা বা কোনো বড় ব্যবসায়িক কুতুবখানায় চলে যান। সংশ্লিষ্ট ফনের নতুন তাহকীককৃত কয়েকটি কিতাবের তথ্যপঞ্জি/মাসাদির-মারাজি দেখে সেখান থেকে একটি তালিকা আপনি নিজেও প্রস্ত্তত করে নিতে পারেন। এরপর ঐসব কিতাব খুঁজে ভূমিকা, সূচি ও বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মুতালাআ করে কিতাবটি সম্পর্কে অনুমান করার চেষ্টা করুন। এভাবে কয়েকটি কিতাব নির্বাচন করে মুতালাআ করুন। আল্লাহ তাআলা আপনাকে তাওফীক দান করুন।
তবে ফাতাওয়ার কিতাবাদি সম্পর্কে সচেতন তালিবে ইলমের কুতুবখানায় নিম্নোক্ত কিতাবগুলো থাকা উচিত।
১. রদ্দুল মুহতার (সম্ভব হলে শায়খ হুসামুদ্দীন ইবনে মুহাম্মাদ সালেহ ফুরফুরের তাহকীককৃত কিতাব)
২. ফাতাওয়া তাতারখানিয়া (পূর্ণাঙ্গ এডিশন, মাওলানা শাববীর আহমদের তাহকীককৃত)
৩. আলমুহীতুল বুরহানী (২৫ খন্ডে প্রকাশিত ও ইদারাতুল কুরআন থেকে তাহকীককৃত)
৪. আলমুসান্নাফ ইবনে আবী শাইবা (খায়রুল কুরূনের ফকীগণের ফতোয়া জানার জন্য)
৫. আলআওসাত, মুহাম্মাদ ইবনুল মুনযির (ফুকাহায়ে সালাফ ও আইম্মায়ে আরবাআর ফতোয়া জানার জন্য)
৬. আলমওসূআতুল ফিকহিয়্যাহ আলকুয়াইতিয়্যাহ (৪৫ খন্ডে প্রকাশিত। ফিকহুল মুকারান সম্পর্কিত একটি সহজ মওসূআ)
৭. ফিকহুন নাওয়াযিল (আধুনিক মাসআলার জন্য)। সংকলন ও বিন্যাস : মুহাম্মাদ ইবনে হুসাইন জিযানী। এ কিতাবে বিভিন্ন দেশের ফিকহ বোর্ডের সিদ্ধান্ত সংকলন করা হয়েছে।
৮. জাদীদ ফিকহী মাবাহিছ, মাওলানা মুজাহিদুল ইসলাম কাসেমী
৯. হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুমের কিতাবসমূহ
১০. ফাতাওয়া উসমানী, হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী
১১. কিফায়াতুল মুফতী (তাখরীজকৃত সংস্করণ)
১২. ফাতাওয়া রহীমিয়া (তাখরীজকৃত সংস্করণ)
১৩. আহসানুল ফাতাওয়া, মুফতী রশীদ আহমদ লুধিয়ানভী রাহ.।
তবে যেসব মাসআলায় হযরত মুফতী ছাহেব এককভাবে ভিন্ন কোনো ফয়সালা দিয়েছেন সেসব মাসআলা সম্পর্কে মুফতীগণের সাথে পরামর্শ করে নিতে হবে।
তাফসীরের আরবী কিতাবসমূহের মধ্য থেকে ৫টি কিতাব দিয়ে কুতুবখানা শুরু করুন, যে পাঁচটি কিতাব হযরত উস্তাদ মুহতারাম ‘উলূমুল কুরআন’-এ বিশেষভাবে উল্লেখ করেছেন।
উর্দু তাফসীরের জন্য বয়ানুল কুরআন, মাআরিফুল কুরআন, তাফসীরে উসমানী ও তাওযীহুল কুরআন সংগ্রহ করুন।
তারীখের কিতাবের জন্য আলবিদায়াহ ওয়ান নিহায়া, শাযারাতুয যাহাব, আলী মুহাম্মাদ ছাল্লাবীর কিতাবসমূহ, দারুল মুসান্নিফীন আযমগড়ের কিতাবসমূহ।
তবে প্রথমে মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর কিতাবসমূহ ও হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুমের কিতাবসমূহ সংগ্রহ করুন।