Safar 1433 || January 2012

মুহাম্মাদ আবদুল্লাহ মাসুম - জামিয়া ফয়জুর রহমান রাহ. বড় মসজিদ, মোমেনশাহী

Question

নুসূস হিফযের প্রতি আমার বেশ আগ্রহ অনেক আগে থেকেই। কুরআন তরজমা পড়ার সময় বিষয়ভিত্তিক আয়াত একত্র করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু এ বিষয়ে সুন্দর সুন্দর অনেক সংকলন আছে জানতে পেরে তা আর করা হয়নি।

এখন আমি এমন একটি আরবী সংকলনের প্রয়োজন অনুভব করছি, যার মধ্যে পূর্ণ কুরআন মজীদকে আলোচনাভিত্তিক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ সংকলন করা হয়েছে। অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ হব।


Answer

আপনি একটি নেক কাজের ইচ্ছা করার পরও অন্যের কথায় কেন তা থেকে ফিরে এলেন? আপনি কি তালীমী মুরববীর সাথে পরামর্শ করেছিলেন? আপনার এ প্রশ্ন তো তার কাছেই করা উচিত যিনি আপনাকে বলেছেন যে, এ বিষয়ে অনেক সুন্দর সুন্দর সংকলন মজুদ আছে! তার থেকে কোনো উত্তর পাওয়া পর্যন্ত আমার দরখাস্ত এই যে, আপনি মিন সিহাহিল আহাদীসিল কিসার লিননাশিআতিস সিগার-এর বাংলা অনুবাদের ভূমিকায় উল্লেখিত নির্দেশনা অনুযায়ী আমল করতে থাকুন। এরপর কোনো সময় আমাকে জানান যে, আপনার কাজ কতটা অগ্রসর হয়েছে এবং এই বিষয়ে বিভিন্ন ভাষা ও বিভিন্ন যুগে সংকলিত কতগুলো কিতাবের নাম আপনি জানতে পেরেছেন।

Read more advices provided in this issue