মুহাম্মাদ মাহমুদ হাসান - বড় মসজিদ, মোমেনশাহী
Question
আমি এ বছর শরহে বেকায়া জামাতে ভর্তি হয়েছি। ইতিপূর্বে কখনো কোনো কিতাবের কোনো শরাহ সংগ্রহ করিনি। বেশি প্রয়োজন হলে অন্যেরটা দেখে নিতাম। কিন্তু এ বছর অন্যদের দেখে আমি ভাবলাম কিছু শরাহ কেনা দরকার। এজন্য বড় ভাইদের থেকে শরাহর নামও জেনে নিয়েছি। এরপর অপর এক ভাইয়ের কাছে বিষয়টা জানালে তিনি পরামর্শ দিলেন, দরস ও তাকরারের পর যে সময়টুকু পাওয়া যায় তাতে মূল কিতাব পড়ে শরাহ দেখার সময় কোথায়? তার কথা শুনে শরাহ আর কেনা হয়নি। এখন আমি শরাহ কেনার বিষয়ে কোন দিক অবলম্বন করব। আর যদি কিনতে হয় তাহলে কোন কিতাবের কোন শরাহ বেশি উপযোগী হবে, জানিয়ে বাধিত করবেন।
Answer
এখন পড়ার সময় নেই-এ কথা ভেবে কোনো কিতাব সংগ্রহ করা থেকে বিরত থাকা অনুচিত। এখন সময় না থাকলেও পরে সময় হবে। তাছাড়া পুরো কিতাব পড়ার সুযোগ না হলেও প্রয়োজনের সময় তা থেকে সহযোগিতা নেওয়া যাবে কিংবা আল্লাহর অন্য কোনো বান্দার কাজে আসতে পারে। ভবিষ্যত বংশধরদের মাঝে এ কিতাবের পাঠক তৈরি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা যাকে কিতাব সংগ্রহের সামর্থ্য দিয়েছেন তার এ থেকে বিরত থাকা উচিত নয়।
শরহে বেকায়ার জন্য আসসিআয়াহ, আলইযাহ, ফাতহু বাবিল ইনায়াহ ও জামিউর রুমূয সংগ্রহ করতে পারেন। আর সহযোগী হিসেবে আলফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ ও আলহাদী ইলা আহাদীসিল আহকাম কিংবা জামিউ আহাদীসিল আহকাম (ইলাউস সুনানের মতন)ও সংগ্রহে রাখতে পারেন।
আপনার মাদরাসায় শরহে বেকায়া জামাতে আর কী কী কিতাব আছে জানালে আরো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।