মুহাম্মাদ - ঢাকা
Question
উর্দু ভাষার প্রসিদ্ধ অভিধান ‘ফিরুযুল লুগাত’ ছাড়া উর্দূ থেকে উর্দূ নিভরযোগ্য আর কী কী অভিধান রয়েছে-জানালে কৃতজ্ঞ হব।
Answer
উর্দু থেকে উর্দু নির্ভরযোগ্য আরো বেশ কয়েকটি অভিধান রয়েছে। কয়েকটির নাম নিম্নে উল্লেখ করছি :
1ـ جامع اللغات ـ خواجه عبد المجيد
2ـ علمى اردو لغات ـ وارث سرهندى
3ـ فرهنك أصفيه ـ مولوى سيد أحمد دهلوهى
4ـ نسيم اللغات ـ نسيم امروهى.
পাকিস্তান ‘উর্দু তারাক্কী বোর্ড’-এর পক্ষ থেকেও এ বিষয়ে বড় বড় সংকলন প্রস্ত্তত হচ্ছে।