Shawal 1432 || September 2011

বিনতে আবী মায়মুনাহ - ঢাকা

Question

আমি বিবাহের আগে তালীমুল ইসলাম, বেহেশতী যেওর, মীযান-মুনশাইব, নাহবেমীর, বাকুরাতুল আদব ও এসো আরবী শিখি কিতাবগুলো পড়েছি। হেদায়াতুন নাহু ও কুদূরী পড়া শুরু করেছিলাম, কিন্তু কোনো কারণে প্রায় তিন বছর আমার লেখাপড়া বন্ধ থাকে। এরপর চলতি বছর বিবাহও হয়ে যায়। আমার স্বামী যেহেতু আলিম তাই আমি বাসায় আমার স্বামীর কাছে আবার পড়াশোনা করতে আগ্রহী এবং শুরুও করেছি। আমার জানার বিষয় হল, যেহেতু পিছনের পড়া অনেকটা কাঁচা হয়ে গেছে তাই বর্তমান পরিস্থিতিতে কীভাবে মেহনত করলে সহজে আরবী ভাষা শিখতে পারব এবং দ্বীনী ইলম হাসিল করতে পারব?

 

Answer

 

বড় খুশির কথা। আল্লাহ তাআলা আপনার আগ্রহ ও হিম্মত আরো বাড়িয়ে দিন। আপনি আবার বুঝে বুঝে এসো আরবী শিখি কিতাবটির তিনটি খন্ডই পড়ুন এবং সাথে আততামরীনুল কিতাবী কিতাবটিও আপনার স্বামীর কাছে পড়ুন এবং তামরীনের কাজগুলো নিয়মিত করতে থাকুন। এরপর নাহবের কায়েদা-কানুন জানার জন্য হেদায়াতুন নাহব কিতাবটি পড়ুন। এসব পড়া শেষ হওয়ার পর যোগাযোগ করলে সামনের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া যাবে। আর সাধারণ দ্বীনী ইলম হাসিল করার জন্য সহজ উর্দু ভাষায় রচিত দ্বীনী কিতাবগুলো নিয়মিত পাঠ করুন। যেমন - 

১. বেহেশতী যেওর (সব কটি খন্ড) 

২. ইসলাহী নেসাব। এটি হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রাহ.-এর ছোট ছোট দশ কিতাবের সমষ্টি।

৩. ইসলাহুর রুসুম, থানভী রাহ. কৃত

৪. দ্বীন ও শরীয়ত।

৫. ইসলাম ক্যায়া হ্যায়।

৬. কুরআন আপ সে ক্যায়া কাহতা হ্যায়।

এ তিনটি কিতাবের লেখক হলেন মাওলানা মনযূর নুমানী রাহ.।

এছাড়া তাফসীরে তাওযীহুল কুরআন (হযরত মাওলানা তাকী উসমানী দা.বা. কৃত) উর্দু বা বাংলা এবং মাআরিফুল হাদীস (মাওলানা মানযুর নূমানী রাহ. কৃত) উর্দু বা বাংলাও সবকে সবকে পড়ার চেষ্টা করুন।

 

Read more advices provided in this issue