Shawal 1432 || September 2011

মুহাম্মাদ তারেক - চট্টগ্রাম

Question

মিশকাত শরীফের হাদীসের ব্যাখ্যা দেখার জন্য মোল্লা আলী কারী রাহ. রচিত মিরকাত মুতালাআ করে থাকি। অনেক জায়গায় দেখেছি যে, ইবনে হাজার রাহ.-এর বরাতে বিভিন্ন আলোচনা নকল করা হয়েছে এরপর সেগুলো খ ন করা হয়েছে। আমার প্রশ্ন হল, এই ইবনে হাজার কি সহীহ বুখারীর ভাষ্যগ্রন্থের লেখক ইবনে হাজার আসকালানী? মিশকাত শরীফের উপর তাঁর কি কোনো শরাহ রয়েছে?

Answer

সম্ভবত এ ধরনের একটি প্রশ্নের উত্তর আলকাউসারের পেছনের কোনো সংখ্যায় দিয়েছি। মোল্লা আলী কারী রাহ. মিরকাত গ্রন্থে মাঝেমধ্যে নবম শতকের প্রখ্যাত হাফেযে হাদীস, ফাতহুল বারীর মুসান্নিফ ইবনে হাজার আসকালানী রাহ.-এর কথা উদ্ধৃতি হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি সাধারণত তাঁর নাম শায়খুল ইসলাম বা হাফেযসহ কিংবা আসকালানী নিসবতসহ উল্লেখ করেন। মিশকাতের উপর তাঁর রচিত আলাদা কোনো শরহের কথা আমার জানা নেই।  

আর শুধু ইবনে হাজার নামের একজনের থেকেও তিনি বহু বিষয় নকল করেছেন এবং অধিকাংশ জায়গায় সেগুলো খন্ডন করেছেন। এই ইবনে হাজার হলেন দশম শতকের শাফিয়ী মাযহাবের প্রসিদ্ধ ফকীহ ও মুহাদ্দিস ইবনে হাজার হায়তামী আলমক্কী রাহ. (মৃত্যু : ৯৭৩ হি.)। মিশকাত শরীফের উপর ফাতহুল ইলাহ ফী শরহিল মিশকাত নামে তাঁর একটি শরহ রয়েছে, যাতে তিনি প্রায় অর্ধেক কিতাবের শরহ করতে পেরেছেন। কিতাবটি সম্পূর্ণ করার আগেই তিনি ইন্তেকাল করেন। দেখুন : আলবিজায়াতুল মুযজাত-মুকাদ্দিমায়ে মিরকাত, আবদুল হালীম চিশতী পৃ. ৬৪; শাজারাতুয যাহাব ৮/৩৭০-৩৭১; আলআলাম, যিরিকলী ১/২৩৪ 

Read more advices provided in this issue