Rajab 1432 || June 2011

মুহাম্মাদ নেয়ামতুল্লাহ বিন আইয়ুব - আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী, চট্টগ্রাম

Question

আমি একদিন কুরআন মজীদ তেলাওয়াত করছিলাম। সূরা নিসার একটি আয়াতে এসে আরবী তরকীব সংক্রান্ত সমস্যায় পড়লাম। যার কারণে আয়াতের অর্থও সঠিকভাবে বুঝে আসছিল না। স্থানটি হল সূরা নিসার ৮৩ নং আয়াতের শেষ অংশ। আমার প্রশ্ন হল, এখানে কোন প্রকারের মুছতাছনা হয়েছে এবং কেন হয়েছে। বিস্তারিত দলিল ভিত্তিক জানালে কৃতজ্ঞ থাকব।


Answer

তাফসীর ও ইরাবুল কুরআন বিষয়ক প্রায় সব কিতাবেই এই বাক্যটির তারকীব রয়েছে। আল্লামা সামীন হালাবী আদ্দুররুল মাসূন ফী উলূমিল কিতাবিল মাকনূন (২/৪০২-৪০৩)-এ এর দশটি তাওজীহদেওয়া হয়েছে। আপনি প্রথমে এই কিতাবগুলো দেখুন। আশা করি হল হয়ে যাবে। তারপরও কোনো প্রশ্ন থাকলে জানাবেন। 

Read more advices provided in this issue