Jumadal Akhirah 1432 || May 2011

মুহাম্মাদ জিল্লুর রহমান - জামেয়া উসমানিয়া চাটখিল

Question

 প্রশ্ন : ...।

Answer

বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও বিপদ সঙ্কুল। আসল কথা হল, প্রত্যেক কাজের জন্য বড় ধরনের একটা মাকসাদ থাকা জরুরি। এটাও ভাবা জরুরি যে, ঐ কাজটা আপনার তলবে ইলমের মহান লক্ষ্যের সাথে সামঞ্জস্যশীল কি না? বর্তমানে এর ফলাফল কী হচ্ছে এবং কী হতে পারে? এই বিষয়গুলোও গভীরভাবে বিবেচনা করা দরকার। অন্যের দেখাদেখি আপনিও কুল-কিনারাহীন অথৈ সাগরে ঝাঁপ দিতে যাবেন কেন?

ভালো হয়, আপনার তালিমী মুরববীর সাথে পরামর্শ করে একটি সুন্দর সিদ্ধান্তে উপনীত হওয়া। ফোনে অথবা সরাসরি এসে যোগাযোগ করলেও বিস্তারিত পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

Read more advices provided in this issue