Rabiul Akhir 1432 || March 2011

মুহাম্মাদ মাসউদুর রহমান - মাদানী নগর, ঢাকা

Question

দরসে নিযামীর সকল কিতাবের মুছান্নিফদের জীবনী এবং প্রসিদ্ধ মুফাসসিরীন, মুহাদ্দিসীন ও মুফতিয়ানে কেরামের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে একটি কিতাবের নাম জানতে চাই। এমন কোনো কিতাব থাকলে অনুগ্রহপূর্বক জানাবেন।

 


Answer

আপনি একটি কিতাবের নাম জানতে চেয়েছেন। সে হিসেবে খাইরুদ্দীন যিরিকলীর আট খন্ডেরআলআলাম কিংবা এর মুখতাসার আবদুল লতীফ আবদুল ওয়াহহাব বাসসাম এর মুজামুল আলামসংগ্রহ করা যায়।

তবে দরসে নিযামীর সমস্ত কিতাবের মুসান্নিফদের জীবনী এখানে পাওয়া যাবে না। সেজন্য আপনি উর্দু ভাষায় রচিত মাওলানা আখতার রাহীর তাযকারায়ে মুসান্নিফীনে দরসে নিযামী এবং হযরত মাওলানা মুফতী সাঈদ আহমদ পালনপুরী দা.বা.-এর মাশাহিরে মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরামনামক পুস্তিকা দুটিও সংগ্রহ করতে পারেন। 

Read more advices provided in this issue