মুহাম্মাদ আলী - আলজামিয়া আলমাদানিয়া ফেনী
Question
আমি একজন মুতাওয়াসসিত দরজার ছাত্র। বর্তমানে হিদায়া আওয়ালাইন পড়ছি। আমার স্বপ্ন দ্বীনের বড় খিদমত করা, কিন' কিভাবে তা বাস-বায়িত হবে এ নিয়ে বেশ চিন-ায় রয়েছি। কারণ আমার মাঝে কয়েকটি বিষয় আড়াল হয়ে রয়েছে। ক) আমি কিতাবাদি কিছুটা বুঝলেও নিজ চেষ্টায় পূর্ণ বুঝি না। কারণ আমি ইলমে নাহুতে দুর্বল। নাহুর সাধারণ মাসআলাগুলো বুঝলেও জটিল মাসআলাগুলো কম বুঝে আসে এবং স্মরণও বেশি থাকে না। এ দুর্বলতার কারণে অনেক সময় আমার ইবারত বুঝতে কষ্ট হয়ে যায়। এ অবস'ায় আমি নাহুর এই দুর্বলতা কাটানোর জন্য এবং ইবারতের ঘাটতি পূরণের জন্য নাহুর কোন কিতাবটি পুনরায় পড়ব এবং কিভাবে পড়ব। কিভাবে তামরীন করলে এ সকল সমস্যার সমাধান হবে। খ) আমার দরসে মন তেমন বসে না। নানা প্রকার চিন-া আসে। তাই কিতাব বুঝতে ব্যাঘাত সৃষ্টি হয়। অনেক সময় একেবারেই মুতালাআ করতে ইচ্ছা করে না। এমনকি মনে হয় যেন আমি ছাত্র জীবনে মুতালাআকে আসল উদ্দেশ্য বানাতে পাড়ছি না। ফলে আমি মুতালাআর স্বাদ পাই না। অতএব কিভাবে অধ্যয়ন করতে হবে এবং কি আমল করতে হবে? গ) মনে হয় যেন আমি পরিপূর্ণ ইসতি’দাদ, তাফাক্কুহ ও রুসূখ ফিল ইলম অর্জন করতে পারছি না। এগুলো অর্জনের জন্য আমাকে কি পদ্ধতিতে মেহনত করতে হবে বিস-ারিত জানিয়ে বাধিত করবেন। ঘ) হুজুরের নিকট আমার জন্য একটু খাসভাবে দুআর দরখাস- রইল। আমিও হুজুরের জন্য আন-রিকভাবে দুআ করছি এবং করতে থাকব ইনশাআল্লাহ।
Answer
ক) সমস্যা সম্পর্কে আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে এর জন্য করণীয় হচ্ছে, ‘আননাহবুল ওয়াজিহ’ বা ‘আতত্বরীক ইলান নাহব’ তামরীনসহ পড়-ন। অর্থাৎ যেভাবে কিতাবে তামরীণ করতে বলা হয়েছে সেভাবে তা করতে থাকুন যেন তা এমনভাবে আত্মস' হয়ে যায় যে, কিতাবের বাইরের মিছালসমূহেও তা প্রয়োগ করতে পারেন। এরপর কোনো উস-াদের নিকটে ‘ হেদায়াতুন্নাহব’ কিতাবটি বুঝে বুঝে পড়-ন ও আত্মস' করার চেষ্টা করুন। খ) এর জন্য চিন-া-ভাবনা কমানোর পন'া অবলম্বন করতে হবে। এর সাধারণ কৌশল হল সকল অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকা এবং যথাসম্ভব নিজেকে ইলম ছাড়া অন্য সকল ঝামেলা ও ব্যস-তা থেকে মুক্ত রাখা। আর রূহানী চিকিৎসা এই যে, অন-রকে আল্লাহর মহব্বতে পরিপূর্ণ করুন। দুশ্চিন-া দূর করার জন্য মাছূর কিছু দুআ সর্বদা অযীফা আকারে পাঠ করুন। সঙ্গে সঙ্গে একাগ্রতার পক্ষে সবচেয়ে ক্ষতিকর বিষয়-গুনাহ থেকে বেঁচে থাকার এবং তাওবা-ইসি-গফারের পাবন্দী করার চেষ্টা করুন। আরেকটি রূহানী চিকিৎসা এই যে, নিজের মধ্যে ইলমের মহব্বত পয়দা করার চেষ্টা করা, যার জন্য সম্ভবত ১০ টি কৌশল আলকাউসারের বিগত কোনো সংখ্যায় লেখা হয়েছিল। গ) এ বিষয়েও ইতিপূর্বে কয়েকবার সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। আগামী কোনো সুযোগে বিস-ারিতভাবেও লেখার ইচ্ছা আছে। ঘ) আমীন ওয়া লাকা মিছলু যালিকা ওয়া আয‘আফুহু।