হুসাইন আহমাদ - ঢাকা
Question
হযরত! আমাদের মাদরাসার মাকতাবায় দারুল কুতুবিল ইলমিয়্যাহ বৈরুত থেকে প্রকাশিত ‘কাশফুয যুনূন’-এর নুসখা আছে। এ নুসখার হাশিয়ায় অনেক যায়গায় ইংরেজিতে ঋ লিখে কিছু সংখ্যা উল্লেখ করা হয়, এরপর আরবীতে غلط، تحريف، خطأ ইত্যাদি লেখা হয়। যেমন مُنْيَةُ المُصَلِّي -এর শরাহ غُنْيَةُ المُتَمَلِّي -এর নামের নিচে টীকায় লেখা হয়েছে-
F : المستملي ৩-৯৯৮-৬ غلط এ সাংকেতিক চিহ্নের কী মর্ম?
আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়ের দান করুন।
Answer
আপনি যে নুসখাটি দেখেছেন সেটি মূলত কুল্লিয়াতু ইস্তাম্বুলের শিক্ষক মুহাম্মাদ শরফুদ্দীন ইয়ালতাকিয়া (১৮৭৯ ঈ.-১৯৪৭ ঈ.)-এর তাহকীককৃত নুসখা, যা তিনি কিতাবের মুসান্নিফ হাজ্বী খলীফা (১০১৭ হি.-১০৬৮ হি.) রাহ.-এর স্বহস্তে লিখিত পাণ্ডুলিপির সঙ্গে মুকাবালা করে ছেপেছেন। এটি সর্বপ্রথম ১৯৪১-১৯৪৩ সালে ওয়াযারাতুল মাআরিফিত তুরকিয়া ইস্তাম্বুল থেকে প্রকাশিত হয়। এ নুসখার হাশিয়ার যে সাংকেতিক চিহ্নের দিকে আপনি ইঙ্গিত করেছেন তার হাকীকত হল, জার্মানির প্রাচ্যবিদ গোস্টাভ ফ্লুগেল (এটঝঞঅঠটঝ ঋখটএঊখ) কৃর্তক ১৮৩৫-১৮৫৮ সালে ‘কাশফুয যুনূন’ ল্যাটিন অনুবাদসহ জার্মানির লিপজিক শহর থেকে ছাপা হয়েছিল, যাতে অনেক ভুল রয়ে গিয়েছিল। শায়েখ মুহাম্মাদ শরফুদ্দীন তার তাহকীককৃত নুসখার হাশিয়ায় সে ভুলগুলো চিহ্নিত করে দিয়েছেন। যেমন আপনি যে বক্তব্যটি উদ্ধৃত করেছেন-
F :المستملي ৩-৯৯৮-৬ غلط
তার অর্থ হল, ফ্লুগেলের নুসখার ৩নং খণ্ডের ৯৯৮ নম্বর পৃষ্ঠার ৬নং লাইনে المُتَمَلّي -এর জায়গায় المستملي আছে, যা ভুল। এর বিবরণ তো শায়েখ মুহাম্মাদ শরফুদ্দীনের তাহকীককৃত নুসখার মুকাদ্দিমাতেই বিদ্যমান আছে।