Safar 1445 || September 2023

আদিল - ঢাকা

Question

মুহতারাম! আমি শরহে বেকায়া জামাতের একজন তালিবুল ইলম। আমি আহাদীসুল আহকাম হিফয করতে চাই। তাই এ বিষয়ক কোনো কিতাবের নাম জানালে উপকৃত হব। জাযাকুমুল্লাহু খায়রান।

Answer

আপনি আল্লামা মুহাম্মাদ ইবনে আলী নীমাবী (১৩২২ হি.) রাহ.-এর آثار السُّنن  এবং ইমাম ইবনু দাকীকিল ঈদ (৬২৫-৭০২ হি.) রাহ.-কৃত

الإلْمَام بأحاديثِ الأحكام

থেকে আহাদীসুল আহকাম হিফয করতে পারেন।

Read more advices provided in this issue