Muharram 1445 || August 2023

হাসান আহমাদ - ঢাকা

Question

হযরত! আমি এক মসজিদে খেতাবতের যিম্মাদারি পালন করি। আমাকে বিভিন্ন বিষয়ে হাদীস তালাশ করতে হয়। আমার উলূমুল হাদীস বিষয়ে তেমন পড়াশুনা না থাকায় আমার পক্ষে হাদীসের শুদ্ধাশুদ্ধি যাচাই করা সম্ভব নয়। তাই এমন কিছু কিতাবের নাম বলে দিলে খুব উপকার হয়, যেগুলো থেকে আমি সহজে আমার প্রয়োজনীয় সহীহ হাদীসগুলো জানতে পারব।

Answer

আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফে (পৃ. ১৮১-১৯৬) একটি শিরোনাম আছে

طريقة قريبة لمعرفة الصحيح والضعيف  في الجملة.

এ শিরোনামের অধীনে আপনি অনেক কিতাবের নাম পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনার বয়ানের জন্য সহীহ হাদীস সংগ্রহ করা সহজ হবে ইনশাআল্লাহ।

Read more advices provided in this issue