Muharram 1445 || August 2023

আরীফুদ্দীন - মোমেনশাহী

Question

আমি এক মাদরাসার খেদমতে নিয়োজিত। তাদরীস ও মাদরাসার অন্যান্য যিম্মাদারি আদায়ের পর যেটুকু সময় পাওয়া যায় তাতে আমি ফিকহে মুদাল্লালের কোনো কিতাব মুতালাআ করতে চাই।

Answer

ইমাম আবু বকর জাসসাস রাযী (২২৯-৩২১ হি.) রাহ.-এর শরহু মুখতাসারিত তহাবী ফিকহে হানাফীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুদাল্লাল কিতাব। ইমাম যাহেদ কাউসারী রাহ. এ কিতাব সম্পর্কে বলেন

مِن أنفَسِ كُتُبِ الحَنَفيّة، وأقْدَمِها، وأعْلاها استدلالاً ومُناقشةً.

আপনি এ কিতাবটি মুতালাআ করতে পারেন। এটি বৈরুতের দারুল বাশায়িরিল ইসলামিয়া থেকে আট খণ্ডে প্রকাশিত হয়েছে।

Read more advices provided in this issue