জহিরুল ইসলাম - মোমেনশাহী
Question
আসসালামু আলাইকুম! একটি পরামর্শের আবেদন। আমি মোমেনশাহী বড় মসজিদে ইফতা পড়েছি। উলূমুল হাদীসের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও পারিবারিক সমস্যার কারণে তা পড়তে পারিনি। বর্তমানে আমাদের শহরে আহলে হাদীসদের বেশ প্রভাব লক্ষ করছি। তাই এ শাস্ত্র নিজে নিজে পড়তে চাচ্ছি। আমি কী কী কিতাব পড়তে পারি? কাছাকাছি উস্তাযগণের সাথে সম্পর্ক রক্ষা করছি তারপর আরো কিছু বেশী মুতালাআর প্রয়োজন মনে করছি। উল্লেখ্য, ব্যক্তিগত মুতালাআর পর্যাপ্ত সময় আমার রয়েছে; কিন্তু কোথাও ভর্তি হয়ে পড়ার তেমন সুযোগ নেই।
Answer
আপনি প্রাথমিকভাবে ‘আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ’, ‘ইমাম ইবনে মাজাহ আওর ইলমে হাদীস’, ‘লামাহাত মিন তারীখিস সুন্নাহ ওয়া উলূমিল হাদীস’, ‘মাবাদিউ ইলমিল হাদীস ওয়া উসূলিহী’ (মুকাদ্দিমা ফাতহুল মুলহিম), ‘আছারুল হাদীসিশ শরীফ’, ‘আদাবুল ইখতিলাফ’ ‘মাকানাতুল ইমাম আবী হানীফা ফিল হাদীস’ ও ‘দলীলসহ নামাযের মাসায়েল’ দিয়ে আপনার মুতালাআ শুরু করতে পারেন।
এগুলো মুতাআলার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি অন্যান্য কিতাবের সন্ধান পাবেন এবং অগ্রসর হওয়ার পথও দেখতে পাবেন। তবে কোনো ফন শুধু নিজে নিজে মুতালাআর দ্বারা হাসিল হয় না। বরং এর জন্য ফনের মাহের কারো তত্ত্বাবধানে মেহনত করতে হয়। সেজন্য আপনাকে মুতালাআর পাশাপাশি আহলে ফন কোনো উস্তাযের নেগরানি গ্রহণ করতে হবে।