Shawal 1444 || May 2023

মুহাম্মাদ জিন্নুন - বসুন্ধরা

Question

আসসালামু আলাইকুম। আমি দাওরায়ে হাদীসের ছাত্র। আমার আরবী ভাষায় অথার্ৎ নাহু ও সরফে দুর্বলতা রয়েছে। সেজন্য আরবীতে ভালোভাবে লিখতে ও পড়তে পারি না। এখন জানার বিষয় হল, আমি সামনের বছর আদব বিভাগে ভর্তি হব, নাকি কাফিয়া-শরহে জামী জামাতে আবার পড়ব? এ বিষয়ে হুজুরের পরামর্শ কামনা করি।

Answer

এ বিষয়ে সুনির্ধারিত কোনো পরামর্শ দেওয়ার আগে আপনার তালীমী অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা দরকার। আপনি আপনার উস্তাযের সঙ্গেই পরামর্শ করুন।

Read more advices provided in this issue