Shawal 1444 || May 2023

নাজমুল ইসলাম - মোমেনশাহী

Question

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শায়েখ! আমি মেশকাত জামাতে পড়ি। আমি দাওরায়ে হাদীস শেষ করে উলূমুল হাদীস পড়ব ইনশাআল্লাহ। এখন থেকেই আমি কীভাবে প্রস্তুতি নিতে পারি?

Answer

এ বিষয়ে আগেও একাধিকবার বলা হয়েছে। আপনি তালেবানে ইলম : পথ ও পাথেয়-এর ৩৪০-৩৪২ পৃষ্ঠায় সংশ্লিষ্ট প্রশ্নোত্তরটি দেখুন।

উলূমুল হাদীসের মুমারাসাতের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হল, জামে তিরমিযী, সুনানে আবু দাউদ ও সুনানে নাসাঈর আসমাউর রিজাল, জারহ্ ও তাদীল, তাসহীহ ও তাযয়ীফ এবং ইলালুল হাদীস সংক্রান্ত আলোচনাসমূহ গুরুত্বের সঙ্গে পড়া এবং ফন্নীভাবে বোঝার চেষ্টা করা। সম্প্রতি প্রকাশিত হযরত মাওলানা আবদুল মতিন দামাত বারাকাতুহুম রচিত কিফায়াতুল মুগতাযী কিতাবটি জামে তিরমিযীর গুরুত্বপূর্ণ শরহ। এটি আপনাকে ইমাম তিরমিযী রাহ.-এর কথাগুলো ফন্নী আন্দাযে বুঝতে সাহায্য করবে।

হাদীস অধ্যয়নের উসূল ও আদাব সম্পর্কে জানুয়ারি ২০১২ ঈ. সংখ্যায়  হযরত মাওলানা আবদুল মতিন ছাহেবের এবং সেপ্টেম্বর ও অক্টোবর ২০১৬ সংখ্যাদ্বয়ে বান্দার আলোচনা প্রকাশিত হয়েছিল। এখানে যে উসূল ও আদাবের বিষয়ে বলা হয়েছে সেগুলোর প্রতি লক্ষ রাখার চেষ্টা করুন।

Read more advices provided in this issue