নাম প্রকাশ্যে অনিচ্ছুক - None
Question
...
Answer
আপনার চিঠি ছাপা হল না। আপনার একটি প্রশ্ন এই ছিল যে, দাওরায়ে হাদীসের বছর আপনি কোন কোন কিতাবকে বুনিয়াদ বানিয়ে মেহনত করবেন। যেহেতু আপনি এখন মিশকাত পড়ছেন, তাই আমার মনে হয় দাওরায়ে হাদীস শুরু করার পর আপনি পুনরায় এই প্রশ্নটি করলে ভালো হবে। এমনও হতে পারে যে, সে সময় প্রশ্ন করার প্রয়োজনই থাকবে না।
আপনি আরও কিছু বিষয়ে পরামর্শ চেয়েছেন । ওইগুলোর জন্য সরাসরি সাক্ষাতে আলোচনা করলে ভালো হবে।