Jumadal Ula 1428 || June 2007

মুহা. মামুনুর রশিদ - None

Question

আমার সম্মানিত মাথার তাজ! সর্ব প্রথম আমার সালাম গ্রহণ করবেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন। আমি কাফিয়া জামাতের ছাত্র। আমার উস্তাদদের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি, যার কারণে আমার  অন্তরে আপনার প্রতি অনেক মহাব্বত সৃষ্টি হয়েছে। আমি আমার উস্তাদের কাছে শুনেছি, তিনি একটি হাদিস বলেন যে, তুমি যাকে মহাব্বত কর তাকে তা জানিয়ে দাও আমি আপনাকে আমার তালীমী মুরব্বী হিসেবে অন্তরে স্থান দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি আমাকে গ্রহণ করবেন।

আমার জন্য দুআ করবেন, আল্লাহ তায়ালা যেন তাঁর দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তায়ালা আপনার নেক হায়াত বৃদ্ধি করে দিন। আমীন।

Answer

আপনার প্রতিও আমার অন্তরে গায়েবানা মহাব্বত সৃষ্টি হয়েছে। আল্লাহ তায়ালা একে কবুল করুন এবং আমাদের উভয়কে এর কল্যাণ দান করুন। আর তালীমী মুরব্বী আপনার স্থানীয় কোনো উস্তাদকেই বানানো উচিত, যিনি আপনার অবস্থা ও যোগ্যতা সম্পর্কে অবগত। আমার সঙ্গে ইনশাআল্লাহ আলকাউসার’-এর মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে । আমি আপনার জন্য দুআ করি এবং আপনার কাছেও অনুরূপ আশা রাখি। আপনাকেও আল্লাহ ভালোবাসুন, যার জন্য আপনি আমাকে ভালোবসেন।

Read more advices provided in this issue