ফজলে এলাহী - সাভার, ঢাকা-১২১৬
Question
আমি বর্তমানে কাফিয়া জামাতে পড়ছি, আমি নাহু-ছরফে দুর্বল। কাফিয়া জামাতের কিতাবাদি বুঝতে সমস্যা হয়। আমাদের প্রতিষ্ঠানের উস্তাদের নিকট এ ব্যাপারে পরামর্শ চাইলে তিনি পুনরায় নাহু-ছরফ পড়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এর পিছনে পুনরায় সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় আমি কি করতে পারি, উপযুক্ত পরামর্শ দিলে কৃতজ্ঞ হব।
Answer
আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আপনার বিস্তারিত অবস্থা জানতে হবে। এটা আমার জানা নেই। আপনি যদি সরাসরি সাক্ষাতের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে পারেন, তাহলে সেটাই ভালো হবে। তবে আসার আগে ফোনে সময় নিয়ে নিবেন। ৮০৫০৪১৮ এই নাম্বারে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে ফোন করবেন। সম্ভব না হলে আলকাউসারের দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন।