Rabiul Auwal 1428 || April 2007

মুহা. হাবীবুল্লাহ - বগুড়া, জামিল মাদরাসা

Question

আমি মুতাওয়াস্সিত পর্যায়ের ছাত্র। হেদায়া আখেরাইন পড়ি। পড়ালেখা কিছু বুঝি, তবে গভীরে পৌঁছতে পারি না। লেখার অভ্যাস কিঞ্চিত, কিন্তু ধরা-বাধা কোনো নিয়ম নেই। আগ্রহ আছে, দুঃখ হল, উৎসাহদাতা কেউ নেই। বহু কষ্টে জীবনের লক্ষ স্থির করেছি লেখক হব। লেখনির মাধ্যমে দ্বীনের খেদমত করব। ইসলাম বিদ্বেষী ভুইফোড় লেখকদের সমুচিত জবাব দিব। তবে এজন্য  তো গবেষণাভিত্তিক কিছু লেখা চাই, কিন্তু গবেষণা তো কিছুই করতে পারছি না। লিখব কীএভাবেই আশা-হতাশায় কেটে যাচ্ছে দিন। কোনোই  কিনারা করতে পারছি না। এ অবস্থায় সঠিক পরামর্শ পেলে চিরকৃতজ্ঞ থাকব। উল্লেখ্য, আমি স্কুলে পড়িনি। মাদরাসাতেই যা টুকটাক বাংলা শিখেছি। এ পর্যন্ত কোনো পত্রিকায় লিখিনি। এখন লিখতে চাচ্ছি। কোন পত্রিকাটা আমার জন্য যুতসই হবে, জানাবেন।

Answer

বিভিন্ন সাময়িকীর তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে এবং সেগুলোর দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে আপনি নিজেও তা করতে পারেন। তবে আপনি আপনার কিছু প্রবন্ধ নমুনা হিসেবে আলকাউসারেও পাঠাতে পারেন। সম্পাদনা পরিষদ ইনশাআল্লাহ এর মূল্যায়ন করবে এবং আপনাকে নেক পরামর্শ দিবে।

Read more advices provided in this issue