Safar 1428 || March 2007

মাওলানা আব্দুর রাজ্জাক বিন কামাল - গাজীরচর মুন্সীপাড়া দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানা

Question

বাদ তাসলীম আরয এই যে, আমি এ বছর জামাতে হেদায়াতুন্নাহবতে হেদায়াতুন্নাহব ও বোস্তাঁ কিতাব পড়াই, হুজুরের খেদমতে যে বিষয়টি জানাতে চাই সেটি হল, উল্লেখিত কিতাব দুইটির জন্য কোন কোন শরহ মুতালাআ করলে আমি নিজেও সহজভাবে বুঝতে পারব এবং ছাত্রদেরকেও বুঝাতে পারব। সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন।

Answer

হিদায়াতুন্নাহব-এর  আরবী শরহ দিরায়াতুন্নাহব বেশ প্রচলিত। তবে ছাত্রদেরকে কিতাব বুঝিয়ে কিতাবের কায়েদাগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং অধিক পরিমাণে তামরীন করানো প্রয়োজন। কায়েদাগুলোর ইল্লত ও দালায়েলের ব্যাপারে অতটুকুতেই সীমাবদ্ধ থাকা উচিত যা কিতাবে উল্লেখিত হয়েছে। আর আপনি আপনার নিজের জন্য শুধু দেরায়াতুন্নাহব কেন নাহব শাস্ত্রের অন্যান্য কিতাবও অধ্যয়নে রাখুন। যেমন হিদায়াতুন্নাহব এর মাসআলাগুলো কাফিয়া ও তার শাস্ত্রীয় শরহসমূহে এবং শরহু কাতরিননাদা ও তার উপরের কিতাবগুলোতে দেখুন।

বোসতাঁর শরহগুলোর মধ্যে কিতাব বোঝার ক্ষেত্রে আমার ধারণা মতে মুফতী ফয়জুল্লাহ রহ.-এর শরহই বেশি উপকারী হবে। তবে এ কিতাবটি যে  ফন বা বিষয়ের (অর্থাৎ فن الأخلاق والتصوف وأدب الدنيا والدين)

সে দৃষ্টিকোণ থেকে তা বোঝার জন্য আমাদের এ অঞ্চলের প্রচলিত তরজমা ও শরহগুলো যথেষ্ট নয়।

Read more advices provided in this issue