যুবায়ের আহমাদ - কাপাসিয়া, গাজীপুর
Question
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি, ভাল আছেন। আমি নাহবেমীর জামাতে পড়ি। আমার একটি জানার বিষয় ছিল। আরবী লিখতে কোন্ শব্দের মাঝে নুকতা সহ ‘ياء’ আসে আর কোন্ শব্দে নুকতা ছাড়া ‘ياء’ আসে? জানালে উপকৃত হব ইনশাআল্লাহ ।
Answer
‘ياء’ হরফটি শব্দের শুরুতে মাঝে শেষে যেখানেই থাকবে, কাওয়ায়িদুল ইমলা বা আরবী লিখন-রীতি অনুযায়ী তাতে নুকতা হবে। তবে শব্দের শেষে অনেক সময় ‘أَلِف’ -কে ‘ياء’-এর সুরতে লেখা হয়। শুধু এক্ষেত্রে ‘ياء’ তে নুকতা হয় না। এ ধরনের ‘ياء’ উচ্চারণে আসে না এবং তার আগের হরফে ফাতহা হয়। যেমন-
مُوسى، عِيسى، بُخَارى، مَتى، إِلى، عَلى، أَعْطى، الْفَتى، سَعى، يَسْعى
সে হিসেবে على -এ নুকতা হবে না তবে علَيَّ ও عَلِيٌّ -এ নুকতা হবে। إلى -এ হবে না কিন্তু إلَيَّ -এ হবে। তেমনিভাবে মাজহুলের সীগা يُعْطَى -এ নুকতা হবে না, তবে মারুফের সীগা يُعطِيْ -এ নুকতা হবে। في হরফটি আলাদা পড়া হোক কিংবা পরের শব্দের সঙ্গে মিলিয়ে পড়া হোক (যেমন في المسجد) সর্বাবস্থায় তাতে নুকতা হবে। লেখার সময় এ ধরনের বিষয়গুলো খেয়াল রাখা উচিত।
قواعد الإملاء বিষয়ে ধারণা লাভ করার জন্য আপনি সহজ ভাষায় লিখিত এই কিতাবদুটি পড়তে পারেন-
১- قواعد في الإملاء، للشيخ محمد بن صالح العُثَيْمِيْن رحمه الله تعالى (১৩৪৭-১৪২১ هـ)، مكتبة عِباد الرحمن، مصر.
২- الخلاصة في قواعد الإملاء وعلامات الترقيم، لعبد العزيز بن محمد الفنتوخ، إدارة الثقافة والنشر في جامعة الإمام محمد بن سعود الإسلامية، المملكة العربية السعودية.