আব্দুল্লাহ আলমারূফ - ঢাকা
Question
আমি হেদায়াতুন্নাহু জামাতের একজন ছাত্র। আমার সাথীদের অনেকে মাশাআল্লাহ ইবারত পড়তে পারে। আমার সমস্যা হল, আমি তরজমা বোঝা ছাড়া ইবারত পড়তে পারি না। তরজমা জানলে ইবারত মোটামুটি সহজে পড়তে পারি। ইবারত থেকে মুবতাদা-খবর, হাল, মুতাআল্লিক ইত্যাদি নির্ণয় করতে দেরি হয়।
Answer
কিছুটা বিলম্বে হলেও তো চিন্তাভাবনার দ্বারা আপনি ‘আমিল’, ‘মা‘মূল’ ও মামূলের প্রকার বুঝতে পারছেন। এটাও তো সামান্য নয়। আর তরজমার মোটামুটি ধারণা না থাকলে তো যে কোনো ইবারতই পড়া কঠিন। মুতালাআ যত বাড়বে এবং যত বেশি চিন্তাভাবনা করা হবে ততই তা সহজ হতে থাকবে ইনশাআল্লাহ।