মুহাম্মাদ শাহ ওলিউল্লাহ - শহীদবাড়িয়া
Question
আমি এক মাদরাসায় হিফয বিভাগের খেদমতে আছি। প্রাথমিক ইলমী ইসতিদাদের জন্য কিছু কিতাব যেমন কাসাসুন নাবিয়্যীন ও আলকিরাআতুর রাশিদা পড়ছি। কিন্তু কিতাবগুলো কীভাবে পড়লে বেশি ফায়দা হবে বুঝতে পারছি না। তাছাড়া আর কী কী কিতাব পড়তে পারি জানালে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।
Answer
আপনি নিশ্চয়ই তাহফীযের তালিবে ইলমদের যথাযথ হক আদায় করার পরই প্রতিষ্ঠানের নিয়ম রক্ষা করে একটি নির্ধারিত নেযামের মধ্যে সীমিত আকারে এই মেহনত করে যাচ্ছেন। আপনার এই চিন্তা মুবারকবাদ পাওয়ার যোগ্য। আশা করি আপনি এর আগে আততরীকু ইলাল আরাবিয়্যাহ তিন খণ্ডই ‘আততামরীনুল কিতাবী’সহ ভালোভাবে পড়েছেন। ‘কাসাসুন নাবিয়্যীন’-এর দারুল কলমের নুসখায় হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমের মূল্যবান ভূমিকাটি পড়–ন। এতে যে হেদায়েত দেয়া হয়েছে তা অনুসরণ করার চেষ্টা করুন। এভাবে কাসাসুন নাবিয়্যীন শেষ করার পর আলকিরাআতুর রাশিদা পড়–ন। এরপর আপনি ‘আততরীকু ইলাল কুরআনিল কারীম’ মুতালাআ শুরু করতে পারেন।