Muharram 1444 || August 2022

ইবনে নুরুজ্জামান - সাভার, ঢাকা

Question

ইবনে খাল্লিকান রাহ.-এর وفيات الأعيان কিতাবে আবু যায়দ আনসারী রাহ.-এর তরজমায় লেখা হয়েছে-

كان من أئمة الأدب، وغلب عليه اللغات والنوادر والغريب...

উক্ত বাক্যে النوادر শব্দ ¦ারা কী উদ্দেশ্য?

Answer

আরবী সাহিত্যে নাওয়াদের বলতে সাধারণত প্রাচীন আরবী সাহিত্যের এমন গদ্য বা পদ্যকে বুঝায়, যাতে থাকে চমকপ্রদ কোনো ঘটনা, রসাত্মক কোনো বর্ণনা বা প্রজ্ঞাপূর্ণ কোনো বাণী অথবা শব্দ-বাক্যের দুর্লভ ব্যবহার। نوادر শিরোনামেও আরবী সাহিত্যে বহু কিতাব রচিত হয়েছে। স্বয়ং আবু যায়দ আনসারী রাহ. (২১৫ হি.)- বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন, যা النوادر في اللغة নামে একাধিবার ছেপেছে।

Read more advices provided in this issue