Muharram 1444 || August 2022

আশরাফ আলী - খুলনা

Question

আমি শরহে বেকায়া জামাতের তালিবুল ইলম। জানার বিষয় হল, شرح الوقاية কিতাব পরিপূর্ণ বুঝার জন্য কোন্ আরবী শরাহ বেশি উপকারী হবে? সাথে সাথে السعاية নামক শরাহটি কীভাবে পড়ব?

Answer

শরহে বেকায়া কিতাব বুঝার জন্য আপনি লখনবী রাহ.-এর হাশিয়া عمدة الرعاية মুতালাআয় রাখুন। আর السعاية কিতাব এখন মুতালাআ করার প্রয়োজন নেই। عمدة الرعاية কিতাবের কোনো মাসআলার দালীলিক আলোচনায় সন্দেহ হলে মাসআলাটি آثار السنن থেকে দেখে নেবেন এবং উস্তাযের কাছ থেকে  বিষয়টি হল করে নেবেন।

Read more advices provided in this issue