Muharram 1428 || February 2007

মুহাঃ আতিকুর রহমান - জামাতে কাফিয়া, আলজামিআতুল-মাদানিয়া, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা

Question

মুহতারাম, আমি কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার সমস্যাটি হল, আমি আরবীতে ধারাবাহিকভাবে কথা বলতে পারি না। আমি কী করলে আরবীতে অনর্গল কথা বলতে পারব, এ বিষয়ে আমাকে পথ নির্দেশনা দিলে কৃতজ্ঞ হব।

Answer

এ প্রসঙ্গে আমি আলকাউসার সফর ২৬হি. পৃ. ৩৭, রবিউস সানী ২৬ হি. পৃ. ৩৮, সফর ২৭হি.পৃ. ৪১ -এ সংখ্যাগুলোতে বিভিন্ন আঙ্গিকে বার বার লিখেছি। আপনি যদি সেই আলোচনাগুলো পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। এরপরও কোনো বিষয় জানার থাকলে আমাকে লিখবেন।

Read more advices provided in this issue