মুহাঃ আতিকুর রহমান - জামাতে কাফিয়া, আলজামিআতুল-মাদানিয়া, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা
Question
মুহতারাম, আমি কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার সমস্যাটি হল, আমি আরবীতে ধারাবাহিকভাবে কথা বলতে পারি না। আমি কী করলে আরবীতে অনর্গল কথা বলতে পারব, এ বিষয়ে আমাকে পথ নির্দেশনা দিলে কৃতজ্ঞ হব।
Answer
এ প্রসঙ্গে আমি আলকাউসার সফর ’২৬হি. পৃ. ৩৭, রবিউস সানী ‘২৬ হি. পৃ. ৩৮, সফর ’২৭হি.পৃ. ৪১ -এ সংখ্যাগুলোতে বিভিন্ন আঙ্গিকে বার বার লিখেছি। আপনি যদি সেই আলোচনাগুলো পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। এরপরও কোনো বিষয় জানার থাকলে আমাকে লিখবেন।