মুহাম্মাদ আতিকুর রহমান - জামাতে কাফিয়া, আলজামিআতুল মাদানিয়া রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা
Question
মুহতারাম, আমি কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার সমস্যাটি হল, আমি আরবীতে ধারাবাহিকভাবে কথা বলতে পারি না। আমি কী করলে আরবীতে অনর্গল কথা বলতে পারব, এ বিষয়ে আমাকে পথ-নির্দেশনা দিলে কৃতজ্ঞ হব।
Answer
এ প্রসঙ্গে আমি আলকাউসার সফর ’২৬ হি. পৃ. ৩৭, রবিউস সানী ’২৬ হি. পৃ. ৩৮, সফর ’২৭ হি. পৃ. ৪১ -এ সংখ্যাগুলোতে বিভিন্ন আঙ্গিকে বারবার লিখেছি। আপনি যদি সেই আলোচনাগুলো পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। এরপরও কোন বিষয় জানার থাকলে আমাকে লিখবেন।