Zilhajj 1427 || January 2007

তাহেরা তাছনীম - মেশকাত জামাত, ছনটেক মহিলা মাদরাসা

Question

আমি বর্তমানে মেশকাত জামাতের একজন ছাত্রী। আমাদেরকে হেদায়া ছালেছ কিতাবটি পড়ানো হয়। এখন আমি হেদায়া ছালেছ সম্পর্কে এমন কিছু বাংলা কিতাবের নাম জানতে চাই, যার দ্বারা আমার হেদায়া ছালেছ সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা হবে এবং ভাল ফলাফল করতে পারব। আল্লাহ আপনাদের সাহায্য ও মঙ্গল করুন।

Answer

মূলত হেদায়াকে হেদায়ারই ভাষায় তার উপস্থাপন-ভঙ্গি মোতাবেক শাস্ত্রীয় পদ্ধতিতে বোঝা উচিত। যাতে এই কিতাবের মূল উদ্দেশ্য হাসিল হয়। অর্থাৎ উসূলে ফিকহের আলোকে কাওয়ায়েদে ফিকহ ও মাসায়েলে ফিকহ-এর ইলম অর্জন করা এবং শরীয়তের বিধানাবলির হিকামইলাল-এর গভীর ইলম অর্জন করা সম্ভব হয়। আর এটা স্পষ্ট যে, যে কিতাবের উদ্দেশ্যই এই, সেটাকে বাংলা অনুবাদ বা নোটের মাধ্যমে হলও আত্মস্থ করার চিন্তা করাই ভুল। মাসায়েল ও এর প্রসিদ্ধ দলীলাদি জানার জন্যে তো আলফিকহুল হানাফী ফী সাওবিহিল জাদীদআলফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহু-এর মত সহজবোধ্য কিতাব রয়েছে। এরপরও যদি আপনি বাংলার সাহায্য নিতে চান তাহলে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অনুবাদ এবং হেদায়া ব্যাখ্যাগ্রন্থ (তত্ত্বাবধানে : মাওলানা আহমদ মায়মুন, মালিবাগ মাদরাসা) সংগ্রহ করতে পারেন।

Read more advices provided in this issue