উবাইদুল্লাহ - ফরিদপুর
Question
মিশকাতুল মাসাবীহ কিতাবে কতগুলো মাওযু বা ওয়াহী হাদীস রয়েছে? এবং সবগুলো একসাথে কোথায় পাওয়া যাবে? আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।
Answer
মিশকাতুল মাসাবীহের প্রত্যেক বাবের প্রথম দুই فصل -এর রেওয়ায়েতগুলো মিশকাতের মূল ‘মাসাবীহুস সুন্নাহ’ থেকে নেওয়া। মাসাবীহুস সুন্নাহর কিছু হাদীসের বিষয়ে কোনো কোনো আলেম আপত্তি করেছেন। কিছু হাদীস এমন আছে, যেগুলোকে ইমাম ইবুনল জাওযী রাহ. ‘আলমাওযূআত’ কিতাবে শামিল করেছেন। হাফেয সালাহুদ্দীন আলায়ী (৭৬১ হি.) রাহ.-
النقد الصحيح لما اعترض عليه من أحاديث المصابيح.
কিতাবে এসব বর্ণনার সংক্ষিপ্ত পর্যালোচনা করেছেন। ড. আবদুর রহীম আলকশকরীর তাহকীকে এটি জামিয়া ইসলামিয়া মদীনা মুনাওয়ারা থেকে ছেপেছে। ইমাম আবু হাফস সিরাজুদ্দীন কাযবীনী (৭৫০ হি.) রাহ.-ও মাসাবীহের কিছু হাদীসকে মাওযূ আখ্যা দিয়েছেন। হাফেজ ইবনে হাজার রাহ.তার বক্তব্য খ-ন করে সেগুলোর জওয়াব দিয়েছেন, যা-
أجوبة الحافظ ابن حجر العسقلاني عن أحاديث المصابيح.
শিরোনামে শায়েখ আলবানী রাহ.-এর তাহকীককৃত ‘মিশকাতুল মাসাবীহ’-এর শেষে সংযুক্ত হয়েছে।
হাঁ, মিশকাতের فصل ثالث -এর হাদীসসমূহে صحيح حسن -এর পাশাপাশি ضعيف হাদীসও আছে, যেগুলোর মধ্যে কিছু রেওয়ায়েত এমন আছে, যা منكر, তবে এ রেওয়ায়েতগুলোর উপর স্বতন্ত্র কোনো সংকলনের বিষয়ে আমাদের জানা নেই। এ হাদীসসমূহের মান ও পর্যায় জানার জন্য এ বিষয়ক কিতাবাদির সাহায্য নেওয়া যেতে পারে। এজন্য-
هداية الرواة إلى تخريج أحاديث المصابيح والمشكاة، مرعاة المفاتيح شرح مشكاة المصابيح، تنقيح رواة المشكاة.
ইত্যাদি কিতাবগুলো থেকেও সহযোগিতা নেওয়া যেতে পারে।