Shaban-Ramadan 1443 || March-April 2022

রাশেদুল ইসলাম - রংপুর

Question

আমি শরহে জামী জামাতের তালিবে ইলম। সামনের বছর শরহে বেকায়া জামাতে পড়ব ইনশাআল্লাহ। রমযানে আগামী বছরের প্রস্তুতি হিসেবে আমি কী কিতাব মুতালাআ করতে পারি?

Answer

রমযানের সময়গুলো তো রমযানেরই বিশেষ আমলসমূহে লাগানো উচিত। অন্যান্য কাজ কেবল জরুরত পরিমাণ করবে।

আপনি সবোর্চ্চ উমদাতুর রিয়ায়াহ’-এর মুকাদ্দিমা মুতালাআ করতে পারেন। শরহে বেকায়ার উপর হযরত মাওলানা আবদুল হাই লখনবী রাহ. (১৩০৪ হি.)-এর আরবী হাশিয়াটির নাম উমদাতুর রিয়ায়াহ। তার শুরুতে একটি দীর্ঘ ভূমিকা রয়েছে। সেখানে মাশাআল্লাহ অনেক উপকারী আলোচনা আছে।

Read more advices provided in this issue