মুহাম্মাদ মুহসিন উদ্দীন - কালিগঞ্জ, ঝিনাইদহ
Question
আল্লাহ তাআলা সিহ্হাত ও আফিয়াতের সাথে হযরতের হায়াতে বরকত দান করুন এবং ইলমের মধ্যেও বরকত দান করুন।
হযরতের কাছে নিম্নোক্ত বিষয়গুলো জানতে চাচ্ছি। দয়া করে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।
ক. হানাফী ফকীহদের সংক্ষিপ্ত জীবনী সম্বলিত দু-একটি নির্ভরযোগ্য কিতাবের নাম এবং সেটি কোন্ মাকতাবা থেকে ছেপেছে।
খ.
الفتاوى الهندية، تبيين الحقائق، البحر الرائق، فتح القدير.
এই কিতাবগুলোর কোনো মুহাক্কাক নুসখা কোনো মাকতাবা থেকে ছেপেছে কি না? ছেপে থাকলে সেগুলো কোন্ মাকতাবার?
গ. আল্লাহর রহমতে আমরা হযরতের বেশ কয়েকটি মূল্যবান রচনা পেয়েছি। جزاك الله خيرا । এখন আমরা শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহমাতুল্লাহি আলাইহির জীবনীগ্রন্থ আরবী ভাষায় হযরতের হাতে কামনা করছি। আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়ের দান করুন।
Answer
ক. সবচেয়ে সংক্ষিপ্ত কিতাব তো আল্লামা আবুল হাসানাত আব্দুল হাই লখনবী (১৩০৪ হি.) রাহমাতুল্লাহি আলাইহি-এর-
الفوائد البهية في تراجم الحنفية.
কদীমী কুতুবখানা করাচির পুরনো সংস্করণটি সম্ভবত বেশি ভালো। এর কোনো মানসম্মত মুহাক্কাক নুসখা ছাপা হয়েছে কি না- আমার জানা নেই।
এই কিতাবের হাশিয়া-
التعليقات السنية على الفوائد البهية.
অনেক উপকারী। এটাও হযরত লখনবী কর্তৃক লিখিত। এটি الفوائد البهية -এর সঙ্গে ছাপা হয়েছে।
তুলনামূলক বড় কিতাবগুলোর মধ্যে মাহমুদ বিন সুলাইমান কাফাবী (৯৯০ হি.)-এর কিতাব
كتائب أعلام الأخيار من فقهاء مذهب النعمان المختار .
আছে। এটি মাকতাবাতুল ইরশাদ ইস্তাম্বুল থেকে চার খণ্ডে প্রকাশিত হয়েছে। এটি الفوائد البهية -এর মৌলিক উৎসগ্রন্থ।
সংক্ষিপ্ত কিতাবগুলোর মধ্যে কাসেম ইবনে কুতলুবুগা (৮৭৯ হি.) রাহমাতুল্লাহি আলাইহি-এর কিতাব ‘তাজুত তারাজিম’ আছে। এর মুহাক্কাক নুসখা দারুল কলম দামেস্ক থেকে প্রকাশিত হয়েছে।
খ. আমার কাছে এগুলোর পুরনো মিশরী সংস্করণই তুলনামূলক বেশি সহীহ ও নির্ভুল মনে হয়।
গ. আলহামদু লিল্লাহ
سيدي الشيخ كما رأيته.
শিরোনামে সংক্ষিপ্ত একটি পুস্তিকা তৈরি হয়েছে। কিন্তু তা ছাপার চিন্তা এখনো আসেনি। তবে এর বাংলা অনুবাদ হয়েছে। সেটা ইনশাল্লাহ কোনো সময়ে ছাপা হবে।