Jumadal Ula 1443 || December 2021

এহসানুল হক - অষ্টগ্রাম, কিশোরগঞ্জ

Question

ক. ইমাম সুয়ূতী রাহ. আলখাসায়েসুল কুবরায় হাকীম তিরমিযীর বরাতে একটি হাদীস উল্লেখ করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মোল্লা আলী কারী রাহ. শরহুশশিফায় বলেছেন, হাদীসটি নাওয়াদিরুল উসূলেআছে। হাদীসটি কি নাওয়াদিরুল উসূলে আছে? থাকলে কোন্ অধ্যায়ে আছে? হাদীসটির তাখরীজ ও হুকুমসহ জানিয়ে উপকৃত করবেন।

খ. ইনবুল জাওযী রাহ. আলওয়াফায় রাসূলের ছায়া ছিল না প্রসঙ্গে ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে হাদীসটি উল্লেখ করেছেন, এটি ইবনে আব্বাস সূত্রে মুতুনে হাদীসের কোন্ কিতাবে আছে? ইবনুল জাওযীর আলওয়াফাকি নিজ সনদে বর্ণিত, নাকি মুজাররাদ আনিস সনদ? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

Answer

ক. নাওয়াদিরে এই রেওয়ায়েত আছে। তবে তার সনদে আবদুর রহমান ইবনে কায়েস নামক একজন বর্ণনাকারী আছে, যে হাদীস জাল করত। দেখুন, ‘এসব হাদীস নয়খ. ১, পৃ. ১৭০, প্রকাশক : মরকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

খ. ইবনুল জাওযী রাহ. এটাকে সনদ ছাড়া উল্লেখ করেছেন। তাছাড়া এর মতনও আপত্তিকর।

Read more advices provided in this issue