Jumadal Ula 1443 || December 2021

ছামীম বিন যুবায়ের - শহীদবাড়িয়া

Question

শ্রদ্ধাভাজন হযরত! আল্লাহ তাআলা আপনাকে সালামাত ও আফিয়াতের সাথে রাখুন। আমি শরহে বেকায়া জামাতের একজন ছাত্র। আমি সাধারণভাবে উর্দূ পড়তে পারি, লিখতে পারি না, বলতেও পারি না। উর্দূ কাওয়ায়েদ জানি না। উদূর্ ভাষায় দক্ষতা অর্জন করতে চাই। উর্দূ ভাষায় যোগ্যতা ও পারদর্শিতা অর্জনের জন্য আমি কী করতে পারি? কী কী কিতাব পড়তে পারি? একটি পূণার্ঙ্গ পাঠ্যসূচীদিলে খুব উপকৃত হব।

আরেকটি বিষয়, উদূর্ আদর্শ পাঠ শিখতে চাই, এক্ষেত্রে আমার করণীয় কী?

Answer

সম্ভবত আপনার মত তালিবে ইলমের জন্যই হযরত আদীব হুযুর দামাত বারাকাতুহুম-এর الطريق الى الارديہ তৈরি হয়েছে। এর দুই খণ্ড প্রস্তুত হয়ে মাশাআল্লাহ প্রকাশও হয়ে গেছে। সামনে হযরতের পক্ষ থেকে উর্দূ ভাষা শিক্ষা সংক্রান্ত খেদমতের ধারা চলমান থাকবে ইনশাআল্লাহ।

Read more advices provided in this issue