Shawal 1438 || July 2017

মুহাম্মাদ নাঈমুদ্দীন - মালহাতা জামিয়া ইউনুছিয়া বি.বাড়িয়া

Question

সালাম বাদ, হুযুরের কাছে সবিনয় অনুরোধ হল, নিম্নোক্ত বিষয়গুলো জানালে উপকৃত হতাম।

১. অনেকদিন যাবৎ একটা বিষয়ে অস্থিরতায় ভুগছি। তা হল, ছবকে মন বসে না। অনেক চেষ্টা করেও অন্তর হাজির রাখতে পারি না। হুযুরের দিকনির্দেশনার খুবই মুহতাজ।

২. আরব বিশ্বের সবচে’ সুসংগঠিত ইসলামি আন্দোলন ইখওয়ানুল মুসলিমিন ও তার প্রতিষ্ঠাতা শহীদ হাসানুল বান্না সম্পর্কে বিস্তারিত বিবরণ কীভাবে জানতে পারব?

৩. ইমাম খামেনি ও ইরানের ইসলামি বিপ্লব সম্পর্কে জানতে চাই। হে প্রভু! হুযুরের সময়ের মধ্যে পরিপূর্ণ বরকত দান করুন।

Answer

মন কেন বসে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আপনি সেই কারণটি বিস্তারিত উল্লেখ করেননি। যদি অমনোযোগিতার কারণ হয় অন্য কোনো ব্যস্ততা তাহলে অবশ্যই তা পরিত্যাগ করতে হবে। ইলমের জন্য একাগ্রতা ও একনিষ্ঠতা অপরিহার্য। সুতরাং সকল অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকুন এবং যথাসম্ভব নিজেকে ইলম ছাড়া অন্য সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত রাখুন, ইনশাআল্লাহ মন বসতে থাকবে।

আর যদি বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা বা দুশ্চিন্তার কারণে সবকে মনোনিবেশ করতে না পারেন তাহলে তার রূহানী চিকিৎসা এই যে, ‘মন বসে না’-এই ওয়াসওয়াসাই মাথা থেকে ঝেড়ে ফেলুন। মন বসালেই বসবে। এজন্য জোর করে মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলার দিকে রুজু করুন। নিজেকে ও নিজের সকল বিষয়কে আল্লাহ তাআলার উপর ন্যাস্ত করে ভারমুক্ত হোন এবং পড়াশোনায় মগ্ন থাকুন।

জামাতের মুত্তাকী ও মেহনতী সাথীদের সংশ্রব গ্রহণ করুন। একাগ্রতার সবচেয়ে ক্ষতিকর বিষয়- গুনাহ থেকে বেঁচে থাকার এবং তাওবা-ইস্তিগফারের পাবন্দী করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত চিন্তা এবং দুশ্চিন্তা দূর করার জন্য সকাল-সন্ধ্যা নিয়মিত নি¤েœাক্ত দুআগুলো পাঠ করুন।

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ.

اللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَسَاوِسِ الصَّدْرِ، وَشَتَاتِ الْأَمْرِ.

اللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ.

وَ اُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللهِ   اِنَّ اللهَ بَصِیْرٌۢ بِالْعِبَادِ .

حَسْبِیَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ   عَلَیْهِ تَوَكَّلْتُ وَ هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ .

(খ) ইখওয়ানুল মুসলিমীন এবং শায়েখ হাসানুল বান্না রাহ. সম্পর্কে জানতে নিম্নোক্ত রিসালাসমূহ মুতালাআ করতে পারেন :

১. শায়েখ আহমদ আনাস হাজ্জাজী রচিত

روح وريحان من حياة داع ودعوة

২. খায়রুদ্দীন যিরিকলী-এর ‘আল-আ‘লাম’ গ্রন্থে ২/১৮৩-১৮৪-এ শায়েখের জীবনী।

৩. ‘হাসানুল বান্না’, আনওয়ার আলজুনদী, দারুল কলম, দিমাশক্ থেকে প্রকাশিত।

৪. মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর কয়েকটি রিসালা। যেমন, مذكرة سائح في الشرق العربي

বা এর উর্দূ

شرق اوسط كى ڈائرى

پرانے چراغ  ৩/১৩-২২

 ১/৩৬৩-৩৮২كاروان زندگى

دو متضاد تصويريں

এবং

مسلم ممالك ميں اسلاميت اور مغربيت كى كشمكش  পুস্তিকা থেকে আরব বিশ্বের আলোচনা।

৫.  تحريك اخوان المسلمين ماضى وحال মূল : মুহাম্মদ শওকী যকী, অনুবাদ : রিযওয়ান আলী নদবী, ভূমিকা : আবুল হাসান আলী নদভী।

(গ) শীয়াদের ইমাম খোমেনী এবং ইরানী ইনকিলাব সম্পর্কে জানার জন্য প্রাথমিকভাবে মাওলানা মানযূর নোমানী রাহ.-এর রিসালা ايرانى انقلاب- امام خمينی اور شيعيت মুতালাআ করতে পারেন। আতীকুর রহমান সমভলীর انقلاب إيران اور اس كى اسلاميت؟ ايك سفرخيال كى سرگزشت রিসালাটিও দেখতে পারেন।

Read more advices provided in this issue