Shawal 1438 || July 2017

মো: আবদুল্লাহ - গফরগাঁও, মোমেনশাহী

Question

মুহতারাম, গত (জানুয়ারী ২০১৭) শিক্ষার্থীদের পাতায় একটি প্রশ্নের উত্তরে লিখেছিলেন, ইতিহাস অনেক প্রকার। তার মধ্যে একটা ছিল ইসলামী ইতিহাস। এই ইসলামী ইতিহাসেরও অনেকগুলো শাখা বর্ণনা করেছিলেন। ঐগুলোর মধ্যে সালতানাতের ইতিহাস নামক একটি শাখা ছিল। আমি এই ইতিহাস সম্পর্কে জানতে চায়। দয়া করে এই বিষয়ের গ্রহণযোগ্য কিছু গ্রন্থের নাম বলে দিলে কৃতজ্ঞ থাকব।

আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন- আমিন।

বি. দ্র. গ্রন্থগুলোর নাম বাংলা ও উর্দূর মধ্যে হলে আমার অনেক ফায়দা হতো।

Answer

মুসলিম সালতানাতের ইতিহাস সম্পর্কে আরবী ভাষায় বহু মৌলিক গ্রন্থ রয়েছে। উর্র্দূ ভাষায়ও বেশ কিছু গ্রন্থ রচিত হয়েছে। এখানে আপানার জন্য কয়েকটি নির্বাচিত গ্রন্থের নাম উল্লেখ করছি-

১. আল-বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনু কাছীর রাহ.। এটি মূলত আরবীতে, তবে এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এতে নবী-রাসূল, আকাবির-আউলিয়া ও মুসলিম মনীষীদের জীবনী এবং সাধারণ ইতিহাসের পাশপাশি মুসলিম খলীফা ও সুলতানদের জীবনী ও বিভিন্ন ঘটনাও রয়েছে।

২. তারীখুল খুলাফা, হাফেয সুয়ূতী রাহ.। মূল আরবী। এর উর্দূ অনুবাদ হয়েছে।

ভারত থেকে প্রকাশিত, ইতিহাস বিষয়ক কিছু গ্রন্থ যেমন-

৩. তারীখে ইসলাম, শাহ মুঈনুদ্দীন আহমাদ নদভী।

৪. তারীখে সিকিল্লিয়া, সায়্যেদ রিয়াসত আলী নদবী।

৫. দাওলাতে উছমানীয়াহ, ড. মুহাম্মদ আযীয।

৬. হিন্দুস্তান কে আহদে উসতা কী এক এক ঝলক, সায়্যেদ সবাহুদ্দীন আব্দুর রহমান।

৭. হিন্দুস্তান কে আহদে মাযী মে মুসলমান হুকুমরানো কী মাযহাবী রওয়াদারী, সায়্যেদ সবাহুদ্দীন আব্দুর রহমান।

৮. তারীখে ইসলাম, আকবর শাহ খান নাজীরাবাদী। মূল উর্দূ। এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে।

৯. মুখতাসার তারীখে ইসলাম, মাওলানা গোলাম রাসূল মেহের।

১০. তারীখে হিন্দ, মুফতী মুহাম্মদ ছাহেব পালনপুরী।

Read more advices provided in this issue