Jumadal Ula 1438 || February 2017

আবু নোমান - শর্শদি মাদরাসা, ফেনী

Question

শ্রদ্ধেয় উস্তাদজী!

بارك الله في حياتك مع الصحة والعافية

ইমাম তিরমিযী রাহ. রচিত আশশামায়েল কিতাবটির সঠিক ও পূর্ণ নাম কী- তালাশ করতে গিয়ে বেশ কয়েকটি নাম পেয়েছি। এখন আমি জানতে চাই-

১. কাশফুয যুনূন-এর মধ্যে এই কিতাবের নাম লেখা হয়েছে-

الشمائل النبوية والخصائل المصطفوية

২. আল্লামা ইবরাহীম আলবাজুরী তাঁর রচিত শামায়েলের শরহে এই কিতাবের নাম الشمائل المحمدية  উল্লেখ করেছেন। তিনি তাঁর শরহের নাম উল্লেখ করতে গিয়ে লেখেন-

وسميتها "المواهب اللدنية على الشمائل المحمدية".

শায়েখ মুহাম্মাদ আওয়ামা দা. বা.-ও আলমাওয়াহিবুল্ লাদুন্নিয়্যাহ-এর ভূমিকায় এই কিতাবের নাম الشمائل المحمدية উল্লেখ করেছেন।

সাইয়েদ ইমরানের তাহকীক তাখরীজকৃত শামায়েলে তিরমিযীর নুসখাতেও এই কিতাবের নাম الشمائل المحمدية উল্লেখ করা হয়েছে, যা দারুল হাদীস, কায়রো থেকে মুদ্রিত।

৩.শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. কাওয়াইদ ফী উলূমিল হাদীস-এর টীকায় এক আলোচনা প্রসংগে এই কিতাবের নাম  الشمائل النبوية উল্লেখ করেছেন।

শায়েখ মুহাম্মাদ আওয়ামাহ দা. বা. আলমাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ-এর ভূমিকায় শায়েখ আব্দুল ফাতাহ আবু গুদ্দাহ রাহ.-এর নুসখা থেকে তাঁর লিখিত একটি মন্তব্য হুবহু উল্লেখ করেছেন, সেখানেও শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহ. এই কিতাবের নাম الشمائل النبوية উল্লেখ করেছেন।

মাকতাবায়ে শামেলায় ইমাম তিরমিযী রাহ.-এর জীবনী আলোচনায় তাঁর রচিত গ্রন্থসমূহের তালিকায় এই কিতাবের নাম الشمائل النبوية উল্লেখ করা হয়েছে।

আমার হাতের কাছে যে সকল মাওয়াদ আছে সেগুলোতে উপরোক্ত তিন ধরনের নাম পেয়েছি, তাই জানতে চাই- সঠিক নাম কোনটি?


Answer

ইমাম তিরমিযী রাহ.-এর এই কিতাবটি সংক্ষেপে  الشمائل নামেই প্রসিদ্ধ। তবে বিভিন্ন ভাষ্যকার ও টীকাকার এবং প্রকাশকগণ উপরোক্ত নামের সাথে আরো কোনো অংশ যোগ করে থাকেন, যার কিছু বিবরণ আপনি উল্লেখ করেছেন। কিন্তু আসলে কিতাবটির পূর্ণ নাম কী তা নিশ্চিতভাবে বলতে হলে আরো তাহকীকের প্রয়োজন রয়েছে। প্রয়োজন রয়েছে প্রাচীনতম এমন কোনো মুতকান নুসখা ও অনুলিপির, যার মুত্তাসিল সনদ রয়েছে মুসান্নিফের নুসখা পর্যন্ত।

তবে কুতুবে হাদীসের বিভিন্ন আছবাত-এ কিতাবটির নাম এভাবে উল্লেখ করা হয়েছে-

كتاب شمائل النبي صلى الله عليه وسلم

দ্রষ্টব্য : ফিহরিসতু ইবনে খায়ের, পৃ.১২৮; আলগুনইয়াহ, কাযী ইয়ায, পৃ. ১৩২; আত-তাহবীর ফীল মুজামিল কাবীর, সাময়ানী, পৃ. ১৯৬; ইছারাতুল ফাওয়াইদ, সালাহুদ্দীন আলায়ী, পৃ. ২২৭; মাশইখাতু ইবনিল জাওযী, পৃ. ১৪২

তাই আপতত আমার খেয়ালে অর্থ ও উসলূবের বিচারে পূর্ণাঙ্গ নাম হিসেবে শেষোক্ত নামটিকেই অধিক মুনাসিব মনে হয়। অর্থাৎ-

كتاب شمائل النبي صلى الله عليه وسلم

আর এ নামেই আরবের কোনো কোনো মাকতাবা থেকে কিতাবটি ছাপা হয়েছে।

Read more advices provided in this issue