তারেক আজিজ - নোয়াখালী
Question
মুহতারাম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। মুহতারামের কাছে আমার দুটি প্রশ্ন :
১. মহাগ্রন্থ আলকুরআনের এমন একটি বাংলা তাফসীর গ্রন্থের নাম জানতে চাই, যাতে আয়াত বা অংশভিত্তিক বিষয়ের শানে নুযুল এবং নাযিলের সময় থাকবে।
২. হযরত ইবরাহীম আলাইহিস সালাম সম্পর্কে তথ্যনির্ভর বাংলায় কোনো কিতাব আছে কি না? থাকলে নাম জানতে চাই।
Answer
(ক) হযরত মুফতী শফী রাহ.-এর মাআরিফুল কুরআন, অনুবাদ : মাওলানা মুহিউদ্দীন খান (আট খণ্ডে)। তাফসীরের এই কিতাব থেকে আপনি সংশ্লিষ্ট আয়াতের শানেনুযুল সম্পর্কে জানতে পারবেন।
(খ) কাসাসুল কুরআন, মাওলানা হিফজুর রহমান সিউহারবী, অনুবাদ : এমদাদিয়া লাইব্রেরী। এ কিতাবটিতে কুরআনে কারীমে বর্ণিত আম্বিয়ায়ে কেরামের জীবনী ও ঘটনাবলী সম্পর্কে তথ্যপূর্ণ আলোচনা ও বিশ্লেষণ রয়েছে।