Zilqad 1437 || August 2016

মুহাম্মাদ তানভীর আহমাদ - রহমতপুর, কুমিল্লা

Question

আমি মাদানী নেসাবের চতুর্থ বর্ষের একজন ছাত্র। আমি হাদীসশাস্ত্র অধ্যয়নে আগ্রহী। তাই প্রাথমিকভাবে হাদীস অধ্যয়নে একজন মধ্যম পর্যায়ের ছাত্রের জন্য কী করণীয়? অর্থাৎ প্রাথমিক অধ্যয়ন পদ্ধতি ও প্রাথমিক পর্যায়ের কী কী কিতাব পড়া জরুরি। এক্ষেত্রে হিফযুল হাদীস’-এর গুরুত্ব কতটুকু এবং এর পরিমাণ কেমন হতে পারে? হাদীস অধ্যয়নে ও হিফযে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে?


Answer

এজন্য আপনি উস্তাযের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে কিছু ইযাফী মুতালাআ ও কাজ করতে পারেন। এখন আপনি ইমাম নববী রাহ.-এর রিয়াযুস সালেহীন’ দ্বারা মুতালাআ শুরু করতে পারেন। এ কিতাব থেকেই আপনি হাদীসের হিফ্যও করতে পারেন। এর পূর্বে সম্প্রতি শায়েখ মুহিউদ্দীন আওয়ামাহ সংকলিত মিন সিহাহিল আহাদিসিল কিসার’ সংক্ষিপ্ত রিসালা  থেকেও আপনি হিফজ শুরু করতে পারেন। এ রিসালাটির বাংলা অনুবাদ হয়েছে এবং এর শুরুতে হিফযুয নুসূস’ সংক্রান্ত একটি ভূমিকা রয়েছেএটি আপনি পড়ে দেখতে পাড়েন। এরপর হেদায়ার সাথে হেদায়ার হাদীসের তাখরীজ নসবুর রায়াহ’ মুতালাআয় রাখতে পারেন। আর আহাদিসুল আহকামের মুতালাআ ও হিফজের জন্য তো আসারুস সুনান’ রয়েছে। 

Read more advices provided in this issue