Rabiul Akhir 1431 || April 2010

যুবায়ের আহমদ - জামিআ মুহাম্মাদিয়া বনানী, ঢাকা

Question

নবীদের ঘটনা ও তাদের নসব সম্পর্কে জানতে কী কী কিতাব মুতালাআ করা যেতে পারে?

Answer

আল্লাহর প্রেরিত পূর্ববর্তী নবীগণ ও তাদের ঘটনাবলির যে অংশ আমাদের জানা প্রয়োজন তা কুরআন মজীদ ও সহীহ হাদীসে আছে। একজন মুমিনের জন্য এতটুকুই যথেষ্ট। আর এ বিষয়ে এই কুরআন-হাদীসই হচ্ছে প্রধান সূত্র।। দ্বিতীয় পর্যায়ে তারীখ বিষয়ক কিতাব বিশেষত আল্লামা হাফেয ইবনে কাসীর রাহ.-এর আলবিদায়া ওয়ান নিহায়া এর প্রথম দুই খণ্ড, যা কাসাসুল আম্বিয়া শিরোনামে স্বতন্ত্রভাবেও ছেপেছে তা অধ্যয়ন করতে পারেন। কাসাসুল কুরআন সম্পর্কিত কিতাবগুলোর মধ্যে মাওলানা হিফযুর রহমান সিওহাররী এর কাসাসুল কুরআন অধ্যয়ন করা যেতে পারে।

Read more advices provided in this issue